মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুগনই টু মধ্যনগর বাজার রাস্তায় আজ এক পরিকল্পিত হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা অপি মিয়া। অপি মিয়া, যিনি স্থানীয় মাদকবিরোধী আন্দোলনে সক্রিয়, তাকে তার সঙ্গীদের সহায়তায় মাদক ব্যবসার সাথে জড়িত কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার পর হামলার মুখে পড়তে হয়।
অপি মিয়া অভিযোগ করেন, তিনি এবং তার সঙ্গী ৬ জানুয়ারি সকাল ১২:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের আলোচনা সভায় অংশগ্রহণের জন্য রওনা হলে, মধ্যনগর থানার আওতাধীন মাছিমপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে তাদের একযোগে চলমান বিরোধে তারা আক্রমণের শিকার হন। তিনি জানান, হামলাকারীরা তাকে ও তার সঙ্গীদের পিটিয়ে আহত করে এবং তারেক মিয়ার কাছ থেকে জোরপূর্বক ৫,০০০ টাকা ছিনিয়ে নেয়।
অপি মিয়া বলেন, "আমি ও আমার সঙ্গীরা যখন মাদক ব্যবসা বন্ধ করার জন্য থানায় খবর দিই, তখন হামলাকারীরা আমাদের ওপর আক্রমণ চালায়। তারা আমাকে গলা চেপে ধরেছিল এবং মারপিটের মাধ্যমে গুরুতর আহত করেছে।
এ ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। অপি মিয়া এবং তার সঙ্গী, তারেক মিয়া, ও জিকু মিয়া আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। পরে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে। ছাত্রনেতা অপি মিয়া ও তার সঙ্গীরা মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।
শ্যামল সরকার
মধ্যনগর (সুনামগঞ্জ )প্রতিনিধিঃমোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধি