স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিশ্বঅলি শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারীর প্রধান খলিফা, মাইজভাণ্ডারী দর্শনের মানসপুত্র, কুতুবুল ইরশাদ হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.)’র ৯৩তম পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে বক্তপুর ভাণ্ডার শরীফে ১৭ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
খোশরোজ শরীফের কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মজলিস, ছেমা মাহফিল, আখেরী মুনাজাত ও নেয়াজ পরিবেশন। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ নূরুল আতাহার মাইজভাণ্ডারী (ম.)।
Leave a Reply