রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার আল-রাজি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ৮জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আল-রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, রাতের শিফটে কাজ চলার সময় মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফ্যাক্টরির মেকানিক্যাল আইটেম, র-কটন, ইলেকট্রিক্যাল আইটেম, ইন্ডাস্ট্রিয়াল টিনসহ বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত্র সোয়া ১১টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত্র সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকা-ে কোন হতাহত নেই। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)