মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জানুয়ারী ) বেলা ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টিম বি বনাম টিম সি এর মধ্যে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) আয়োজন করা হয়।
উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, খেলাধূলা যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। খেলাধূলা শারীরিক ও মানসিক শান্তি দেয়। বর্তমানে তরুণ সমাজ খেলাধূলা থেকে একেবারেই সরে যাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তরুণদের খেলাধূলায় আকৃষ্ট করতে হবে। এজন্যেই আজকের এ তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় টিম সি বিজয় লাভ করে, উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply