অনলাইন ডেস্ক:
আজ চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সমাজসেবক শিক্ষানুুরাগী সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু'র শুভ জন্মদিন। এই উপলক্ষে মোঃহাসানুর জামান বাবুকে আজ সোশ্যাল মিডিয়া,অনলাইন,ও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গুণীজ্ঞানী ব্যক্তিবর্গ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা গেছে।মোঃহাসানুর জামান বাবু'র ছাত্র জীবন থেকে লেখালেখি অভ্যাস ছিলো,তার বিভিন্ন সমসাময়িক বিষয়ে লেখা,কবিতা, ছড়া চট্টগ্রাম দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ হতে দেখা যায় প্রায়। সম্প্রতি তিনি জুলাই-আগস্ট-২৪ এর ঘটনা নিয়ে "ষোট বছরের দুঃশাসন ও অবশেষে পলায়ন"নামের একটি বই প্রকাশের অপেক্ষায়,প্রকাশনা সাথে চুক্তি বন্ধ হয়েছে।
আমরা এই গুণীজন মোঃহাসানুর জামান বাবু'কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং উনার সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করছি।
মোঃহাসানুর জামান বাবু ১৯৭২ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন
গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।ছয় ভাই বোনের মধ্যে মোঃহাসানুর জামান বাবু ছোট ভাই।তাঁর বাবা সুবেদার আহমদ নবী ছিলেন তৎকালিক সেনা কর্মকর্তা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মা হোসেনে আরা বেগম ছিলেন একজন খুবই ধর্মীক গৃহিণী।