কবি: তাসনিম মীম
চব্বিশ তোমার মাঝে ছিল সফলতা,পূর্নতা
আবার তোমার মাঝেই ছিল দু:খ,গ্লানি,হতাশা।
তোমার বুক চিড়ে ধ্বনিত হয়েছিল
কুমিল্লা, ফেনির আর্তনাদ,
তোমার আকাশ বাতাস ভারি করেছিল
বন্যাকবলিত অসহায় মানুষগুলোর চিৎকার।।
তোমার বুকে ছিল আন্দোলন, যুদ্ধ, সংগ্রাম।
তোমার বুকেই ছিল রক্তপাত,খুন,বেষম্য,মিথাচার
তোমার হাত ধরেই বিদায় নিয়েছে স্বৈরাচার।
তুমি ঘটিয়েছো গনঅভ্যুত্থান,
তুমি গড়েছো নতুন ইতিহাসের উপাখ্যান।
দেশকে বাঁচাতে তোমার বুক থেকে ঝড়ে গেছে
আবু সাঈদ,মুগ্ধর মতো অসংখ্য মানুষের তাজা প্রান
তুমি ভেঙ্গে দিয়েছো আয়নাঘরের দ্বার,
নিরপরাধ মানুষগুলোকে তুমিই করেছো উদ্ধার।
তোমার মাঝে ছিল সুখ দুঃখের ব্রিজ,
স্মৃতির পাতায় তুমি থাকবে অমর চব্বিশ।।
Leave a Reply