মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধিঃ
কেন্দুয়া, ১৬ জানুয়ারি ২০২৫: কেন্দুয়া পৌরসভার আওতাধীন কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের প্রথম প্যাকেজের কাজ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইমদাদুল হক তালুকদার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি কেন্দ্রীয় শহরের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের প্রথম অংশ হিসেবে কেন্দুয়া খেলার মাঠের পূর্ব পাশে ড্রেন ও স্ল্যাব স্থাপন করা হবে। এই কাজের প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা। টেন্ডার সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স - তুশিবা এন্টারপ্রাইজ (জে ডি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের মান উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “এই প্রকল্পটি কেন্দুয়ার অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভা কর্মকর্তা , জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।