নিজস্ব প্রতিবেদন,বোয়ালখালী ,চট্রগ্রাম
খলিফায়ে হযরত গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ( ক:) ও শাহসূফি মাওলানা সৈয়দ আহমদ হোছাইন মাইজভান্ডারী ( ক:) কর্তৃক প্রতিষ্ঠিত গোমদন্ডী দরবার শরীফে ২০ জানুয়ারি ৬ মাঘ ২০২৫ সোমবার ইমামুল আউলিয়া হযরত গাউছুল আজম শাহসূফী মাওলানা আহমদ উল্লাহ ( ক:) এর পবিত্র ওরশ মোবারক উদযাপন উপলক্ষে আজিমুশশান ” জিকরে মোস্তফা ( দ:) সম্মেলন বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীতে অবস্হিত গোমদন্ডী দরবার শরীফের হাশেমিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচীর মাঝে আছে খতমে কোরআন, নাত ও ওয়াজ মাহফিল, সেমা ও আখেরী মোনাজাত ও সালাতুল তসবিহ নামাজ। উক্ত জিকরে মোস্তফা সম্মেলনে আখেরী মোনাজাত পরিচালনা করবেন গোমদন্ডী দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহসূফী সৈয়দ মাওলানা আবুল হাশেম মাইজভান্ডারী ( ম: জি: আ:)। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব, শাহজাদা মাওলানা শাহসূফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী ( ম: জি: আ:)।
Leave a Reply