দোহার নবাবগঞ্জ প্রতিনিধি: মনির হোসেন
ঢাকার নবাবগঞ্জে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছেন রাকিব নামের এক অটোরিক্সা চালক। এ ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নিহত রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। হত্যাকান্ডে জরিত আগলা ইউনিয়নের আনিছের ছেলে ইয়াসিন ও কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামের শহিদের ছেলে আশরাফুলকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হত্যাকান্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম। তিনি জানান, ১৫ জানুয়ারি সকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় রাকিব। তখন তার সাথে ছিল ইয়াসিন নামের এক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বন্ধ পাওয়া যায় রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি। ওই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাকিবের সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে রাকিবের বড় ভাই রবিউল হোসেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। রাকিবের সাথে থাকা ইয়াসিন নামের সেই যুবককে আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল
Leave a Reply