সাদেকুল ইসলাম,
বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” (Change the Country, Change the World) শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১৯ জানুয়ারি) রোববার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইশতিয়াক আহমেদ। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বিরল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এডভোকেট আব্দুল আজিজ, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সামাজিক বনবিভাগের বীট অফিসার মোঃ মহসিন আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ছাত্র প্রতিনিধি হারুণ অর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মঞ্জুর রহমান মহবুর, আতিউর রহমান, আব্দুর রাজ্জাক হায়দার, আরিফ হোসেন, মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আব্দুল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন মোঃ লতিফুর রহমান, মির্জা শরিফ উদ্দিন, ফরহাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, আহসান হাবিব আপেল, আল মুসা।
ধারাভাষ্য বর্ণনা করেন মোঃ রাজু ও জহুরুল ইসলাম জহির। ফাইনাল খেলা ২০ জানুয়ারি ২০২৫ সোমবার ২.৩০ মিনিটে এবং খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply