মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি কেন্দুয়া উপজেলার বেখৈর হাটি হোসেনপুর-ভুইয়াবাজার নবনির্মিত সড়কে বিপর্যয় দেখা দিয়েছে। সড়কটির একাংশে ভাঙ্গন ধরেছে, যার কারণ হিসেবে বালুভর্তি ড্রাম ট্রাকের ওজনকেই দায়ী করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলপা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেখৈরহাটি বাজার এলাকায় গতকাল ১৬/০১/২০২৫ইং রাত ১২টার দিকে একটি ড্রাম ট্রাক দুর্গাপুর থেকে লাল বালু নিয়ে আসে আবু হাসেমের বাড়ি নির্মাণের উদ্দেশ্যে। এলাকাবাসী প্রথমেই ড্রাম ট্রাকটি গ্রামের সিঙ্গেল রোডে প্রবেশে নিষেধ করলেও তা উপেক্ষা করে ট্রাকটি রাস্তায় নিয়ে আসা হয়। প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করার পর দৈলা গ্রামের নিকট একটি পুকুরের পার ঘেঁষা রাস্তায় ভাঙ্গন ধরে এবং রাস্তার ব্যাপক ক্ষতি হয়।
দীর্ঘদিনের প্রত্যাশার পর গ্রামবাসী যখন সড়কটি পায়, তখন এমন ক্ষতিতে তারা উত্তেজিত হয়ে ড্রাম ট্রাকটি আটক করে। খবর পেয়ে এসি ল্যান্ড কেন্দুয়া, ঘটনাস্থলে পৌঁছে বালুর মালিক আবু হাসেনকে বালুগুলো বুঝিয়ে দেন এবং ট্রাক ড্রাইভারকে ২০০০ টাকা জরিমানা করেন।
তবে গ্রামের মানুষদের স্বপ্নের সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। স্থানীয় অধিবাসী আব্দুল মজিদ প্রশ্ন তোলেন, “ট্রাক ড্রাইভারকে জরিমানা করা হয়েছে, কিন্তু আমাদের সড়কটির কী হবে?”
গ্রামবাসীরা দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি পুনঃনির্মাণের দাবি জানাচ্ছে। দীর্ঘদিন পর সড়কটি পেয়ে তারা উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখছিল, যা এখন হুমকির মুখে পড়েছে।
Leave a Reply