স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
উদালিয়া “দারউল আফখার” মাইজভাণ্ডারী দায়রা শরিফে ১ মাঘ ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক, খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১৯৯তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে এক জিকির মাহফিল ও আলোচনা সভা উৎযাপন করা হয়।
এতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),র রওজা শরীফের সাবেক খাদেম, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক গীতিকার এস এম এম সেলিম উল্লাহ’র সভাপতিত্বে সর্বস্তরের আশেক ভক্তের উপস্থিতিতে সারারাত ব্যাপী আলোচনা, জিকির মাহফিল, মিলাদ কিয়াম ও উন্মুক্ত তাবরুক বিতরণের মাধ্যমে সর্বোচ্চ পবিত্রতা ও মহাসমারোহে মাহফিলের সমাপ্তি হয়।
Leave a Reply