মোঃআরিফুল ইসলাম মুরাদ
নেএকোনা জেলা শাখা
আমি বললাম,
আমি অপরাধী।
আল্লাহ বলেন,
অপরাধ,আমি ক্ষমা করি।
তওবা করি কে,
আমি ভালবাসি।
আমি বললাম,
আমি বড়ই একা।
আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি,
মুমিনদের সাথে আছি।
আমি বললাম,
উপদেশ দেওয়ার মত,
আমার কেউ নেই।
আল্লাহ বলেন,
নিশ্চয়ই,পবিত্র কোরআন-কে,
তোমাদের উপদেশ স্বরূপ,
প্রেরণ করা হয়েছে।
আমি বললাম,
আমি কাকে,অনুসরণ করব।
আল্লাহ বলেন,
নবী মুহাম্মদ (সাঃ) এর মাঝে,
তোমাদের উত্তম আদর্শ রয়েছে।
আমি বললাম,
হালাল,হারাম আমি বুঝিনা।
আল্লাহ বলেন,
পবিত্র কুরআন,হালাল,হারামকে
পৃথক,পৃথক নির্ধারণ করেছে।
আমি বললাম,
আমি নিঃস্ব,অসহায়,দুর্বল,
আল্লাহ বলেন,
আমি নিঃস্ব,অসহায়,
দুর্বলদের-কে ভালবাসি।
আমার জিম্মায়,
তাদেরকে নিরাপদে রাখি।
আমি বললাম,
আমি অভাবগ্রস্ত।
আল্লাহ বলেন,
রিজিকের দায়িত্ব,আমি নিয়েছি।
আমি বললাম,
আমি বিপদগ্রস্ত,ক্ষতিগ্রস্ত,
অসুখ-বিসুখে,সমস্যায় জর্জরিত।
আল্লাহ বলেন,
মুমিনদের সকল সমস্যার,
সমাধার দায়িত্ব,আমি নিয়েছি।
আমি বললাম,
আমি নির্যাতিত,নিপীড়িত,
অবহেলিত,লাঞ্ছিত,বঞ্চিত।
আল্লাহ বলেন,
নির্যাতিত,নিপীড়িত,
অবহেলিত,লাঞ্ছিত,বঞ্চিত,
মুমিনদের,সহযোগিতার,
দায়িত্ব,আমি নিয়েছি।
আমি বললাম,
বিপদ-আপদে,
আমি অধৈর্যশীল।
আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি,
ধৈর্যশীলদেরকে ভালবাসি,
আর সহযোগিতা করি।
আমি বললাম,
কেউ আমাকে,ভালবাসে না।
আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি,
মুমিনদেরকে ভালবাসি।
আমি বললাম,
ইহকাল,আমার ভাল লাগে না।
আল্লাহ বলেন,
নিশ্চয়ই মোমিনদের,
পরকাল উত্তম।
আমি বললাম,
ভয়ংকর মৃত্যু,আমার ভয় হয়।
আল্লাহ বলেন,
মুমিনদের মৃত্যুতে,
কোন ভয় নেই।
আমি বললাম,
ইহকাল আর পরকালে,
সফল,সম্মানিত,হব কিভাবে ?
আল্লাহ বলেন,
ইহকাল আর পরকালে,
মুমিনদের,সফল,সম্মানিত করার,
দায়িত্ব,আমার।
আমি বললাম,
বিভিন্ন সমস্যায় আমি,
নিরাশ হয়ে পড়ি,
আর হাই হুতাশ করি।
আল্লাহ বলেন,
নিরাশ হয় না,
নিরাশকারীকে আল্লাহ,
পছন্দ করে না।
মুমিনদের সমস্যার চেয়ে,
আল্লাহর রহমত,
আর নেয়ামত অনেক বড়।
ধৈর্য সহকারে সালাতে,
সহযোগিতা প্রার্থনা কর।
ইহকাল আর পরকালে,
মহান আল্লাহর সন্তুষ্টিতে,
সফলতা অর্জন কর।
Leave a Reply