1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের পক্ষ থেকে ২০২৫ কর্মীসভা অনুষ্ঠিত নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি  গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদ শ্রমিক পরিবারের পাশে শ্রমিক দল জমির মালিককে বাদ দিয়ে সাধারণ কৃষকের বিরুদ্ধে মামলার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বগুড়া’র শেরপুর সরকারি কলেজে সরস্বতী পূজা নওগাঁয় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আটক নওগাঁয় ৩০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা শিবির ক্যাডার ছোট সাজ্জাদের সহযোগী জাবেদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ! কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীরা দেশের আলোকিত ভবিষ্যতের রূপকার শার্শায় গড়ে উঠেছে পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান

শুক্রবার মাইজভাণ্ডারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১১৯তম ওরশ শরীফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আগামী শুক্রবার চট্টগ্রামে উপমহাদেশের অন্যতম প্রধান অধ্যাত্মকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, তরিকা প্রবর্তক ও মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত কেবলা কাবার ১১৯তম বার্ষিক ওরশ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মুখে রওজা সংলগ্ন শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।

পহেলা মাঘ থেকে আওলাদে গাউসুলআজমবৃন্দের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সূচিত দশদিন ব্যাপী ঐতিহাসিক এই ওরশ মোবারকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং পার্শ্ববর্তী দেশ সমূহ থেকেও বিপুলসংখ্যক ভক্ত, জায়েরীন, মুরিদ, পর্যটক এই অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য সমবেত হয়ে থাকেন। দরবার শরীফ এলাকায় ইতঃপূর্বে বিচ্ছিন্নভাবে একাধিক জুমার জামাতের পরিবর্তে সমগ্র দরবার শরীফ এলাকায় আগত জায়েরীনদের সার্বিক সুবিধার বিবেচনায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ভাবে আয়োজিত জুমার জামাতে সুশৃঙ্খলভাবে সকলকে শরীক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে । মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব এই জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ভাবে জুমার জামাত আয়োজনের সুবিধার্থে শুক্রবার বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা দরবার শরীফ এলাকায় সকল ধরনের ভক্তদের মিছিল, শোভাযাত্রা, ঢোল-বাদ্য বাজনাসহ অননুমোদিত মাইক্রোফোন, লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নয় মাঘ বৃহস্পতিবার সকাল থেকে খতমে কোরান, খতমে গাউছিয়া আলীয়া মাইজভাণ্ডারীয়াহ্, তাসবীহ্, তাহলিল, জামাত সহকারে পাঞ্জেগানা নামায সমূহসহ নফল সালাত আদায়ের কার্যক্রম এবং গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজাপাকে গিলাফ চড়ানো, মিলাদ শরীফ ও মোনাজাতে শরীক হওয়ার আহ্বান জানানো হয়েছে। দরবারপাক এলাকায় মাইক্রোফোন ও লাউড স্পিকারের অপব্যবহার রোধে প্রশাসনের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত সমূহের সফল বাস্তবায়নে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পক্ষে দরবারপাকের কার্যক্রমসমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণে মনোনীত মুন্তাজেমীন, জিম্মাদার আওলাদবৃন্দের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দশ মাঘ শুক্রবার বা’দ ইশা থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর আস্তানা-এ-পাকের সম্মুখে আয়োজিত মিলাদ চলাকালীন সময়ে সমগ্র দরবার শরীফ এলাকায় ঢোল, বাদ্য বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকারের বহির্গামী ব্যবহার বন্ধ রাখার জন্য এলাকায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। নেয়াজ, ফাতেহার মুনাজাত শেষে দরবারপাকে আগত আশেকান, মুহীব্বীন মোত্তাবেয়ীন, মোতাল্লেকীনে গাউসুলআজম মাইজভাণ্ডারীদের জন্য রাত দুইটা থেকে শাহী ময়দানে অছি-এ-গাউসুলআজম খাদেমুল ফোকরা মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর স্মৃতিস্মারক প্রতিষ্ঠান খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের উদ্যোগে মুন্তাজেম ও জিম্মাদার আওলাদ আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর আয়োজন ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো এই বারও উন্মুক্ত তাবাররুক বিতরণের আয়োজন সুশৃঙ্খল ভাবে সফল করার জন্য জায়েরীনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। দরবারে আগত যানবাহন সমূহকে রাস্তার পার্শ্বে পার্কিং করা থেকে বিরত থেকে মঞ্জিলের ব্যবস্থাপনায় গাড়ী সমূহ রাখার জন্য নির্ধারিত স্থানে পার্কিংসহ জায়েরীনদের আগমন ও নির্গমনে পার্কিং জোনে নির্ধারিত দায়িত্বে নিয়োজিত সেবকদের সহায়তা গ্রহণ করার জন্য ওরশ শরীফ পরিচালনা ও নিয়ন্ত্রণে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ হতে জায়েরীনসহ বহনকারী পরিবহনের ড্রাইভারদের প্রতি বিশেষভাবে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি