স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত বাকখালী গ্রামের সুজিত কুমার বড়ুয়ার একমাত্র কন্যা উর্মি বড়ুয়া গত রবিবার ১২ জানুয়ারী ২০২৫ সকাল ১১.০০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ওয়ার্ড নং ০৩ ইউনিয়ন/ওয়ার্ড এর এলাকা থেকে নিখোঁজ হয়।কোন স্ব -হৃদয়বান ব্যাক্তি যদি উর্মি বড়ুয়ার খোঁজ পেয়ে থাকেন তাহলে বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের এই নাম্বারগুলোতে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইল 01919371111, 01318318232 এই নাম্বার গুলোতে।
উর্মি বড়ুয়ার বিবরণ নিম্মে দেয়া হলো:-
নাম:- উর্মি বড়ুয়া
পিতা:-সুজিত কুমার বড়ুয়া
মাতা:-ডালিয়া বড়ুয়া
স্হায়ী ঠিকানা:- গ্রাম:-বাকখালী, ইউনিয়ন:-১৪ নং ভাটিখাইন,থানা:-পটিয়া,চট্টগ্রাম।অবিবাহিত। পটিয়া খলিলুর রহমান স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। চুল লম্বা,শ্যামলা, মুখমন্ডল গোলাকার।
থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে উর্মি বড়ুয়াকে হারিয়ে তার মা ও বাবা দুজনেই মুমূর্ষু অবস্থায় আছেন।
Leave a Reply