বিএম আজাহার উদ্দিন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কালকিনি পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে রেন্ডিতলা এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লতিফ বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌরসভা যুবদল নেতা তুহিন হাওলাদার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন শিকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মোসারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল মুন্সি, সিনিয়র সহসভাপতি সজল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার, কলেজ ছাত্রদলের সভাপতি মাজহারুল শিকদার, সাবেক পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম, ডাসার উপজেলা শ্রমিক দলের আহবায়ক শাহআলম ফকির, কালকিনি উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক এস এম শাহাদাত হোসেন, পৌর জিয়ামঞ্চের আহ্বায়ক নিজামত হোসেন, ডাসার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল মুন্সী এবং ডাসার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply