মো. রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া শাখার ব্রাক প্রগতির দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের তৃতীয় ঋণ কার্যক্রমের নাম মাইক্রোফাইন্যান্স প্রগতি। এই কার্যক্রম ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন করে থাকে। তবে প্রগতির ঋণ পেতে দুই কর্মকর্তা ঘুষ দাবি করে নড়াইলে কালিয়া উপজেলার কলাবাড়িয়া শাখার সদস্য মোঃ রাসেল শেখের কাছে। সে তেরখাদা এরিয়াভূক্ত ব্রাক প্রগতি’র কলাবাড়িয়া শাখার সদস্য।তার সদস্য নম্বর ৫০৯৬। এ বিষয়ে রাসেল শেখ সম্প্রতি চেয়ারম্যান ব্রাক প্রধান কার্যালয় ও নড়াইলে জোনাল ম্যানেজার বিডিসি,(আরএম) বরাবর লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্তরা হলেন- ব্রাক প্রগতি কর্মসূচির এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলাম ও মাঠকর্মী ইভানা বেগম। অভিযোগ সূত্রে জানা যায় , মোঃ রাসেল শেখ ২ বছর ধরে ব্রাক প্রগতি কর্মসূচীর সঙ্গে লেনদেন করছেন। বর্তমানে তার ঋণ নেয়া ছিলো ১ লাখ ৫০হাজার টাকা। তিনি নিয়মিত ভাবে মাসিক কিস্তির টাকা পরিশোধ করেন।মাঠ কর্মী ইভানা বেগম ও এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলাম এর কথামতো এই ঋণের অগ্রিম তিনটি কিস্তি বাবদ ০১/১২/২০২৪ ইং তারিকে ৪২২৭১টাকা পরিষদ করে। পরবর্তীতে ভুক্তভোগী কে গত ৫/১২/২০২৪ ইং তারিকে তাকে ২ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে এবং ২০.০০০ হাজার টাকা ঘুষ দাবি করে। তিনি উক্ত ঘুষের টাকা দিতে না চাইলে বিভিন্ন ভাবে ঘোরাতে থাকে ও তার সাথে অসৎ আচরণ করে। এ বিষয় মাঠকর্মী ইভানা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা এরিয়া ম্যানেজার বিষয় এ বিষয়ে আমি কিছু বলবো না। এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলাম এর কাছে বিষয় টি জানতে চাইলে তিনি বলেন এটা মাঠকর্মী ইভানা বেগম ঋণ দিতে অস্মীকৃতি জানিয়েছে। ভুক্তভোগী এ বিষয় ব্রাক প্রগতি কর্মসূচি মাইক্রো ফাইনান্স এর মাঠকর্মী ইভানা বেগম ও এরিয়া ম্যানেজার ইমদাদুল ইসলামের বিরুদ্ধে ২০/০১/২০২৫ ইং তারিখে ব্রাক প্রধান কার্যালয়ের চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, পরিচালক, সহযোগী পরিচালক ও নড়াইলের আর, এম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ।