-রনি আহম্মেদ,রুপগঞ্জ প্রতিনিধি :
পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরে ঐতিহ্যবাহী মাইজ গাঁও কেন্দ্রীয় জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বাদ আছর বাচ্চু মিয়ার সভাপতিত্বে মসজিদের সাধারণ সভায় ৩০ বছরের পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষনা করে উপস্থিত মুরব্বিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
পরে মসজিদ মোতোয়ালি মোঃ শাহীন হোসেন জীবন নতুন কমিটির ঘোষণা দেন সভাপতি মোঃ মোমেন মিয়া,সিনিয়র সহ- সভাপতি রিফাত আহমেদ, সহ- সভাপতি রুহুল মিয়া (নুহু) সহ সভাপতি রিফাত ভূইয়া, সহ সভাপতি মামুন মিধা, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন খাঁন, সহ-সাধারণ সম্পাদক মো: মামুন মিয়া, রাজ উক প্রতিনিধি সহ-সাধারন সম্পদক, কোষাধ্যক্ষ মোঃ জালালউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো : বাদল মৃধা, সদস্য হাবিবুর রহমান ভূইয়া, রুহুল আমিন,বিপ্লব বেপারি, মাহাবুর রহমান ভূইয়া, আব্দুল মান্নান বেপারি, মান্নান ভূইয়া, মিনারুল ভুইয়া, সামছুম মিয়া, নুর সালাম মিয়া, করিম মিয়া, সপ্নন মিয়া, মেহের উদ্দিন মোল্লা,মাছুম মোল্লা, শাহাদ আলী সহ ১৪ জনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা দেন। পরে পুরাতন কমিটির সদস্যরা নতুনদের ফুলের মালা দিয়ে বরন করে নেন এ সময় দিকনির্দেশনামূলক বক্ত্যব্য শেষে মসজিদ খতিব মাওলানা মুফতি আল আমিন আল ফাহাদ দোয়া পরিচালনা করেন।