স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মহান ১০ মাঘ গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র ১১৯তম বার্ষিক ওরশ মোবারকের সমাপনী দিবস-চাহরাম শরীফ কেন্দ্রীয় মিলাদ, কিয়াম ও মুনাজাত এবং তবাররুকাত পরিবেশনের মাধ্যমে গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র সদারতে গতকাল ২৭ জানুয়ারি গাউসিয়া হক মনজিলেঅনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মুনাজাতে তিনি বলেন,"ওরশ মোবারকের সমাপনী দিবসে আশেক-ভক্তরা যার যার নিজ নিজ আলয়ে ফিরে যাবেন।আপনার বান্দরা আরো একটি বারের জন্য হাত তুলেছে মওলা। দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়,মুক্তির আশায় আপনার বান্দারা হাত তুলেছে। সকলের ফরিয়াদ কবুল করুণ!
তিনি চাহরাম শরীফে যা কিছু এন্তজাম হয়েছে, ফলার ফাতেহা-যা কিছু তবাররুকাত এন্তেজাম হয়েছে সেগুলো কবুল করে নেযার জন্য এবং এ-তবাররুকাতকে সকলের জন্যে রুহানি-জিসমানি বিমারীর শেফা হিসেবে কবুল করার জন্য,সকলের গুণাহ-খাতা ক্ষমা করার জন্য ফরিয়াদ করেন। হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী কেবলা আলম, কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (কঃ), অছিযে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) এবং বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) -র নজরে-করম ফয়জে-বরকত সকলের জন্যে মনজুর করার জন্য তিনি মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন। সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করার জন্য, সকলের রুটি-রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করার জন্য, সকলের শারীরিক সুস্থতা দান করার জন্য, পিতা মাতা মুরব্বিগণের হায়াতকে দারাজ করে দেয়ার জন্য, পিতা-মাতা-পবিবারের-সন্তানদের দায়িত্ব পালনের তৌফিক দান করার জন্য তিনি মহান রব্বুল আলামীন এর দরবারে ফরিয়াদ জানান। তিনি দেশে-বিদেশে আল্লাহর বান্দাগণ,গাউসুল আজম মাইজভান্ডারির আশেকগণ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ যারা যেখানে অবস্থান করছেন তাদের সকলের জীবনকে শান্তিময় করে দেয়ার জন্য
আসমানী জমিনী বালা মসিবত হতে সকলকে হেফাজত করার জন্য ফরিয়াদ করেন। যারা যেই ফরিয়াদ নিয়ে দীর্ঘ সময় ধরে দরবারে পাকের খেদমতে নিজেদেরকে নিবেদিত রেখেছেন,কেউ সামনে থেকে খেদমত করেছেন, কেউ পর্দার আড়ালে থেকে-পেছনে থেকে খেদমত করেছেন,রব্বুল আলামিন এর দরবারে সকলের খেদমতকে কবুল করার জন্য এবং চাহরাম শরীফ এর এই পবিত্র দিনের সমস্ত এন্তেজামকে কবুল করার জন্য মহান আল্লাহ সুবহানাহুতাআলা'র দরবারে আকুল ফরিয়াদ করেন।
পরিশেষে পবিত্র চাহরাম শরীফ এ আগত অগণিত আশেক ভক্ত জায়েরীণদের ফলারাদি ও তবাররুকাত পরিবেশন করা হয়।