নারায়ণগঞ্জ:
নারায়ণগগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়ির ছাদ থেকে স্বেচ্ছাসেবকদলের আওয়ামী লীগ বিরোধী মিছিলে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তেজিত লোকজন সেলিম প্রধানের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় প্রায় দেড় ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
তাৎক্ষনিকভাবে আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, স্বেচ্ছাসেবকদল কর্মী মো. ইমন, মো. রফিকুল ইসলাম, রুহুল আমিন, মনির হোসেন, ইয়ার হোসেন, তরিকুল ইসলাম, বিনয় বাবু, নুরুল ইসলাম ও মো. রাজু। আহতদের নিজের অনুসারী নেতাকর্মী বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল্ ইসলাম। তারা স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি আওয়ামী সন্ত্রাস বিরোধী মিছিল নিয়ে গোলাকান্দাইলের দিকে যাচ্ছিলাম। মিছিলটি সেলিম প্রধানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় তার বাড়ির ছাদ থেকে একদল সন্ত্রাসী অতর্কিত আমাদের মিছিলে গুলি ও বোমা ছোড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনে হামলা চালায়। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসলে আমরা সেখান থেকে চলে আসি। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সেলিম প্রধানের বাড়ির সামনে থাকা কিছু যানবাহনে আগুন দিয়েছে বলে আমরা শুনেছি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে গোলাকান্দাইলের দিকে যাচ্ছিল। এসময় সেলিম প্রধানের বাড়ির ছাদ থেকে মিছিল লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। এছাড়াও দেশীয় অস্ত্রহাতে একদল সন্ত্রাসী সেলিম প্রধানের বাড়ি থেকে বের হয়ে মিছিলের পেছনে হামলা চালায়। স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা এতে বাধা দিলে সড়কে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ থেমে থেমে দুপুর ২টা পর্যন্ত চলে। এক পর্যযায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সেলিম প্রধানের বাড়ির সামনে থাকা অন্তত ১০ টি মোটরসাইকেল, একটি গাড়ি ও বাড়ির একটি টিনসেড ঘরে আগুন দেয়। এসময়ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে সড়কের উভয়পাশে লম্বা যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেলিম প্রধান তার বাড়ি থেকে বোমা নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি নিজেও শহীদ জিয়ার আদর্শের মানুষ। গোলাকান্দাইলের বাড়িটিতে তিনি থাকেন না। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বাড়ির ছাদে উঠে আড্ডা দেয়। কেউ তার বাড়ির ছাদ ব্যবহার করে স্বেচ্ছাসেবক দলের মিছিলে বোমা নিক্ষেপ করে থাকলে তা যেন যেন প্রশাসন খতিয়ে দেখে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘সংঘর্ষে গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে অন্তত ১০ রাউন্ড গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেছি। এই ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।’
Leave a Reply