1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দশ গুণীজনকে সংবর্ধনা বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান রূপগঞ্জের দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ রূপগঞ্জে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে BUFT(  বিজিএমইএ  ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি) ২য় সমাবর্তন ২০২৫ অনুষ্ঠিত সোনারগা যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত-৩ রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা রূপগঞ্জের দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা রূপগঞ্জে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের সাজা নিশ্চিত করতে ছাত্রদলের বিক্ষোভ ॥ স্মারকলিপি প্রদান

চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিবির নাসিরের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থানাধীন আইমান টাওয়ারের এন.সি ট্রেডিংয়ের একটি কক্ষে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে গতকাল (২৯ জানুয়ারী) বুধবার সন্ধ্যা ৭ টায় সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসির উদ্দিন সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চকবাজার, কোতয়ালী, পাঁচলাইশ, বায়েজিদ, হাটহাজারী, ফটিকছড়ি তথা সমগ্র চট্টগ্রাম এবং দেশবাসির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।

এরপর তিনি বলেন, দীর্ঘ ২৬ বছর ফ্যাসিষ্ট অবৈধ সরকারের জেলখানায় বন্দিদশা থেকে ৫ আগষ্ট’২৪ ছাত্র-জনতার বিপ্লবের পর মুক্তি লাভ করি। আপনারা জানেন ফটিকছড়ি এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। তখন আমি ঐ সন্ত্রাসীদের এক প্রতিবাদী শক্তি হিসাবে আবির্ভূত হয়ে দীর্ঘ প্রচেষ্টায় ফটিকছড়িকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এক সুন্দর ফটিকছড়ি উপহার দেই, যার কারণে সমগ্র ফটিকছড়ির জনগণ আমাকে ভালবাসে। দীর্ঘ সময় জেলে থাকা অবস্থায় আমার দুইটা ভাই এবং বাবাকে হারিয়েছি।

তিনি আরো বলেন, আমার মুক্তি লাভের পর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেকে ব্যাস্ত রাখি। এই সুযোগে কতিপয় দুষ্টচক্র আমার নাম ভাঙ্গিয়ে তথা আমার নাম ব্যবহার করে গার্মেন্টস, বালু মহাল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় চাঁদাবাজী করতেছে। ইতিমধ্যে পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দাখিল করেছি।

তিনি জানান, প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করার জন্য আজকের এ সংবাদ সম্মেলন ডেকেছি। কোন রকম সন্ত্রাস এবং চাঁদাবাজীর সাথে আমি কোনদিন জড়িত ছিলাম না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকব না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, দিদারুল আলম, আব্বাছ উদ্দিন আনছারী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি