মেহেদী হাসান রিয়াদ :
গেলো জুলাই-আগষ্টের আন্দোলনে নিহত হওয়া প্রতিটি শ্রমিক পরিবারের সাথে সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ; বলে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বুধবার, ২৯ জানুয়ারি দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সম্মিলিত শ্রমিক পরিষদের সাথে এক আলোচনা সভা চলাকালীন এসব কথা বলেন তিনি।
শিমুল বিশ্বাস বলেন- যারা সম্পদ সৃষ্টি করে, পণ্য সৃষ্টি করে, যারা সেবা দেয়, যাদের শ্রমে-ঘামে সভ্যতা এবং দেশ সচল থাকে সে সব ভাগ্যহত শ্রমিক শ্রেণি বাংলাদেশে সবচেয়ে নিগ্রিহত, বঞ্চিত, অধিকারহারা। আর এই অধিকারহারা জনগোষ্ঠিকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানোর সাথে সাথে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণির মূল লক্ষ্য।
তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী পুনঃগঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে, সেই পর্বেও শ্রমিক শ্রেণি মূখ্য শক্তি। এই জুলাই বিপ্লবে প্রায় ২ সহস্রাধিক শাহাদৎ বরণ করেছে। এই সহস্রাধিকের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন।
এই শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের যে আত্মোৎর্গ, দেশ গঠনে, অধিকার আদায়ে শ্রমিক শ্রেণির যে অবদান, সেটাকে দেশ এবং জাতির কাছে স্মরণীয় করে রাখার জন্য, শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য স্মরণ করার জন্য তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে শহীদ শ্রমিক পরিবারের সাথে সাক্ষাত করা এবং শ্রমিকদের জামায়েতে অংশগ্রহণ করার জন্য গত কয়েকদিনের আনুষ্ঠানিক সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করেছে সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দল। বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য, শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশ জুড়ে সফর করবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সম্মিলিত শ্রশিক পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply