স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে নগরের চকবাজারের জয়নগরস্থ বাগদাদীয়া খানকাহ শরীফে গত ২৭ জানুয়ারি সোমবার বাদে মাগরিব পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে দরুদে মোকাদ্দাস, খতমে বুখারী, দোয়া, মিলাদ মাহফিল, মিলাদ কেয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে সদারত করেন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের চেয়ারম্যান পীরে তরিকত হযরত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি (ম.জি.আ.)। তিনি বলেন মুসলমান জাতির জন্য পবিত্র শবে মেরাজ একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন। হযরত নবী করীম (দ.) পবিত্র মেরাজ রজনীতে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যলাভে প্রিয় নবীর উম্মত ও মুসলমান জাতির জন্য নামাজ উপহার স্বরূপ নিয়ে এসেছেন। নামাজ মুসলমান জাতির জন্য আল্লাহ নৈকট্য লাভের অন্যতম সহজ সোপান। পীরে তরিকত আল মাদানি (ম.জি.আ.) আরো বলেন মুসলমান জাতি নামাজ আদায়ের মধ্যদিয়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে ভ্রাত্তিত্ব ও সহানুভতির মেল বন্ধন খুজে পাওয়া যায় তা অন্য কোন ইবাদতে পাওয়া যায় না। তিনি সকলকে প্রিয় নবীর প্রদত্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার মধ্যদিয়ে স্রষ্টার নৈকট্য লাভের আহ্বান জানান। মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, আলহাজ্ব মোহাম্মদ নাজিমুল হাসান, স ম জিয়াউল রহমান, মোহাম্মদ গোলাম রব্বানী, মাওলানা পাক পাঞ্জাতন, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ রেফায়েত উল্লাহ, মোহাম্মদ নুর উদ্দীন, মোহাম্মদ এয়াকুব আলী, ডা. মোহাম্মদ সায়েম। আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে সমস্ত মুসলিম উম্মার ও বাংলাদেশের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত হযরত আল্লামা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি (ম.জি.আ.)। সবশেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply