অদ্য ৩০ জানুয়ারি, ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, পটিয়া উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নিম্নবর্ণিত প্রার্থীগণ নির্বাচিত হন।
*) সহ-সভাপতি (পাঁচ জন)
১. জনাব বদিউল আলম, প্রধান শিক্ষক, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়
২. জনাব মোঃ নাছির উদ্দিন, প্রধান শিক্ষক, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়
৩. জনাব হাফেজ আহমদ আল কাদেরী, সুপার, মেহের আটি নুরুদ্দিন শাহ দাখিল মাদ্রাসা
৪. জনাব মোছাম্মৎ নাছিমুন আরা বেগম, প্রধান শিক্ষক, মুকুটনাইট হাজী আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. জনাব জাকির হোসেন, প্রধান শিক্ষক, দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
*) কমিশনার: জনাব সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি প্রধান শিক্ষক, বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
*) সম্পাদক: জনাব নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক, এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়
*) যুগ্ম সম্পাদক: জনাব সিমকী রক্ষিত, সহকারী শিক্ষক, কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
*) কোষাধ্যক্ষ: জনাব মোঃ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়
*) গ্রুপ সভাপতি (চারজন):
১. জনাব মোঃ আব্দুল জলিল, প্রধান শিক্ষক আশিয়া উচ্চ বিদ্যালয়
২. জনাব মোঃ ইসহাক, প্রধান শিক্ষক, জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়
৩. জনাব নাজমা বেগম, প্রধান শিক্ষক, থানা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. জনাব কৃষ্ণা নাথ, প্রধান শিক্ষক, কুরাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
Leave a Reply