মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর):
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জমান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার সকাল পৌনে দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান মেট্রোপলিটন আমলী আদালত ৩-এর বিচারক দেবী রানীর আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোহাম্মদ নুরুজ্জমান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় এজহার নামীয় আসামি। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাই ওয়াহেদুজ্জামানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সকালে আদালতে তোলা হলেও আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার রিমান্ডের বিরোধীতা করে বলেন, মুন্না মারা গেছেন রংপুরে আর আসামির বাড়ি লালমনিরহাটে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
নাইটকোচ ও তিন চাকার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর):রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইটকোচ ও তিন চাকার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চারজন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী তিন চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত ঘন কুয়াশার কারণে কোচটি মাহেন্দ্রর মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর তিন যাত্রী মারা যান। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহেন্দ্রকে চাপা মেরে কোচটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি, তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।##### 31-01-2024 খ্রি:
Leave a Reply