সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকার এর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার ২ ফেব্রুয়ারি, সকাল ৮ টায় ওসমানীনগর উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়েম মিয়া জানান, সকাল ৭ টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার ১৯ মাইল এলাকায় ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন – মোঃ সেহেল ভূঁইয়া(৪০)তিনি রূপগঞ্জের বাসিন্দা ছিলেন, সায়মা আক্তার ইতি (৩৫), শামিমা ইয়াছমিন(৩৬) ও শিশু আয়ান(৪)। তারা সবাই একই প্রাইভেট কারের যাত্রী ছিল। তারা প্রাইভেটকার যোগে ঢাকার ডেমরা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন।
এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply