প্রতিনিধি: সাগর কুমার সিং
আজ ৩ ফেব্রুয়ারি ২০২৫ , সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া জেলা শেরপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজের উদ্যোগে সরস্বতী পুজা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা শতাধিক সনাতনী শিক্ষার্থীর উপস্থিতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
এই পুজা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাবে উদযাপিত করে থাকে। দেবী সরস্বতী যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিনে। প্রতি বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সরস্বতী পূজা কে কেন্দ্র করে পুজা মণ্ডপ গুলো বিভিন্ন ভাবে সাজানো হয় এটা পুজা মন্ডপের পরিবেশ কে পরিবেশকে আরোও সৌন্দর্য্য করে তোলে। এছাড়াও পূজায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মসূচি এবং পুস্পবৃষ্টি, আরতির আয়োজন থাকে যা পুরো পরিবেশকে এক অপরূপ দেয়। এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সহ বিশ্ব শান্তি কামনায় পালন করা হয়।