স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ক্ষমতার অপব্যবহার করে অনেকে বেপরোয়া হয়ে ওঠছে এবং এলাকার মানুষ ভয়ে দিন কাটাচ্ছে। প্রশাসনের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে এসব অপরাধী চক্র বেপরোয়া হয়ে ওঠছে। জীবনের ভয়ে কেউ মুখ খুলছে না। শিবির ক্যাডার ছোট সাজ্জাদের ডান হাত খ্যাত জাবেদ গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ক্ষমতার দাপট দেখিয়ে এবং শিবির ক্যাডার ছোট সাজ্জাদের নাম ভাঙিয়ে পুরো আগ্রাবাদ এলাকায় ব্যপক চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠেছে।
স্হানীয় একাধিক মানুষ নাম প্রকাশ না করা শর্তে বলেন আগ্রাবাদ চৌমুহনী এলাকার নাদের বাপের বাড়ির মৃত ইউসুফের ছেলে মো জাবেদ বিএনপির অঙ্গ সংগঠন ডবলমুড়িং থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হলেও শিবিরের চিহ্নিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে সখ্যতা গড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার নিরিহ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না।
এদিকে অনুসন্ধানে জানা যায় মো জাবেদের বিরুদ্ধে সিএমপির ডবলমুড়িং থানা সহ একাধিক থানায় বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। একাধিক মামলা চলমান থাকার পরও রহসজনক কারণে পুলিশ গ্রেপ্তার না করায় আরও শক্তিশালী হয়ে বেপরোয়া হয়ে ওঠে চাঁদাবাজ মো জাবেদ।
এদিকে স্হানীয় একাধিক সূত্র আরও জানার, কথিত ছাত্রদল নেতা চাঁদাবাজ মো জাবেদ মাদক কারবারিও। এলাকায় একজন মাদক কারবারি হিসেবে সকলের কাছে পরিচিত এবং প্রশাসনের নাকের ডগায় কেনাবেচা করেন। পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগসাজশে দেদারসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
Leave a Reply