কবিঃ তাসনিম আক্তার মীম
স্বাধীনতা তুমি মনের এক অতৃপ্ত বাসনা
প্রদীপ শিখার ন্যায় উজ্জ্বল আলোকিত চেতনা,
তোমাকে পাওয়ার জন্যই কত আত্মত্যাগ
লড়াই করেছে কত সাহসী যোদ্ধা।।
স্বাধীনতা তুমি এই বাঙলাকে মুক্ত করার আলোর দিশা
হাজারো বেদনা ক্লিষ্ট দুখিনী মায়ের একঝলক হাসির দেখা,
তোমাকে পাওয়ার জন্যই শোষকীয় হায়েনাদের হাতে
জীবন দিয়েছে ত্রিশ লক্ষ শহীদ বীর যোদ্ধা।।
স্বাধীনতা তুমি অগ্নিশিখার ন্যায় মরীচিকা,
তোমাকে পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে
দৃঢ়প্রতিজ্ঞ মুক্তি সেনারা।।
স্বাধীনতা তুমি মা হারা ছেলের আর্তনাদ,
গগনবিদারি চিৎকার,
তোমাকে পাওয়ার জন্যই দিবানিশি ঝরছে অশ্রু,
গড়ে উঠেছে কান্নার পাহাড়।
স্বাধীনতা তুমি ছলনাময়ী,
দেশ স্বাধীনের অর্ধশত বছর পূর্ণ হলেও আজও ধরা দাওনি তুমি।
তুমি লোকায়িত বলেই দেশে আজ রাহাজানি, খুন,সন্ত্রাস।
ভাইয়ের হাতে আজ ভাই খুন
একদল হেসে বলে, ” বাহ!সাবাস!সাবাস!! ”
স্বাধীনতা তুমি ছলনাময়ী বলেই
গরিবের নেই আজ সম্মান,
ধনীরা পিপঁড়ার মত পিষে মারে
উচ্চবিত্ত- নিম্নবিত্ত এটাই নাকি ব্যবধান।
নারীদের নেই আজও সম্পূর্ণ অধিকার
ঘর থেকে বের হলেই হতে হয় বখাটে জালিমদের শিকার!
স্বাধীনতা তোমাকে ছোঁয়ার জন্যই
আজও চারিদিকে শুধু হাহাকার!!
দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, নেমে আসছে দুর্ভিক্ষ
দেশের মানুষ না খেয়ে মরে,
চলছে এক তান্ডব চিত্র!
স্বাধীনতা তুমি মরিচীকা বলেই আজও আদর্শ শিক্ষকদের নয়নে দেখা যায় অশ্রুরেখার মেলা,
আজও লুকিয়ে রাখে সত্য সংবাদ সাংবাদিকরা।
আজও সবার জন্য আইন সমান হয় না,
হায়রে ছলনাময়ী স্বাধীনতা!!
Leave a Reply