সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ঢাকা-টঙ্গী ফ্লাইওভারে গাজীপুরের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ১জন নিহত হন।
নিহত ব্যক্তি গাজীপুর মহানগরের টঙ্গীর ২০/১ হোসেন মার্কেট এলাকার তাজুল ইসলামের ছেলে শওকত হাসান (৩৮) তিনি মোটরসাইকেলর চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শওকত হাসান (৩৮) মোটরসাইকেল চালিয়ে ঢাকায় দিকে যাচ্ছিলেন।
বিপরীত দিক থেকে গ্রীন ইউনিভার্সিটির একটি বাস (ঢাকা মেট্রো স-১১-০৬৯৯) রঙ সাইড দিয়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শওকত হাসান(৩৮) মারা যান। সংবাদ পেয়ে পুলিশ বাসটি আটক করে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নেয়া হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বিজন মালাকার নিহতের সংবাদটি নিশ্চিত করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply