মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় চিত্রা নদীতে শেখ রাসেল সেতুর নামফলকের মূল অংশ ভেঙে সেতুটির নতুন নামকরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা সেতুটির নাম দিয়েছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু। সেতুর দুই পাশে বড় করে দুটি ব্যানারও টানানো হয়েছে। এ নিয়ে নড়াইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার সদস্যসচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে শেখ রাসেল সেতুর নামফলকের মূল অংশ ভেঙে সদস্য সচিব, যুগ্ম সদস্যসচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান সেতুটির নতুন নামকরণ করেছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব শাফায়াত উল্লাহ বলেন, দেশের কোনো স্থাপনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবারসহ কারও নাম রাখা হবে না। তাই সেতুটির নাম পরিবর্তন করে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকায় নিহত নড়াইলের শহীদ সালাউদ্দিন সুমনের নাম দেয়া হয়েছে। প্রসঙ্গত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেলের নামে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১৮ সালের ১১ অক্টোবর সেতুটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply