স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
নগরীর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের নিচতলায় ডি-ব্লকে ৮৪ নং স্পেশাল পাঞ্জাবীর দোকান “আরমান’স কলার ইউর সেলস্” ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার বাদে আছর শুভ উদ্বোধন হয়। আরমান’স কলার ইউর সেলসের স্বত্বাধিকারী সৈয়দ সাজ্জাদ হোসাইন আরমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মুজিবুর রহমান বাবুল, কাজী নিজামুল ইসলাম, মাকসুদুর রহমান হাসনু।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুজিবুল হক, সাফায়েত আমান আশিক, এইচ আর মেহবুব জিকু, মো. ইসমাইল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ।
উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুল হক।
Leave a Reply