আলী আজগর (পনির) নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা কেন্দুয়া উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে জুলহাস মিয়ার সেচ জোর পূর্বক ভাবে বন্ধ করে একই গ্রামের মাজিদুর রহমান তৌহিন অবৈধ ভাবে আওয়ামী দলীয় প্রভাব কাটিয়ে সেচ চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়,বিগত ৩০ জানুয়ারি ২০২৩ সালে অগভীর সেচ স্থাপনের লাইসেন্স পায় জুলহাস মিয়া,তাঁর লাইসেন্স নং ২০৬/২৩, কিন্তু লাইসেন্স পাওযার পর তৌহিন এর ছোট ভাই সাজিদুলকে দিয়ে উদ্দেশ্য মূলক ভাবে নেত্রকোণা সহকারী আদালতে দলীয় প্রভাব কাটিয়ে মিথ্যা মামলা করে বুরিং ও বিদ্যুৎ সংযোগে বাঁধা প্রদান করে। মাজিদুর রহমান তৌহিন মদন উপজেলার পদমশ্রী আফতাব উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নোওপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক ।
জুলহাস মিয়া বলেন, আমি নোওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম, যে কারনে আমাকে বার বার দলীয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়ে তৌহিন মাস্টার এর ছোট ভাইকে দিয়ে মিথ্যা মামলা করে আমার নামে ছাড়পত্র দেয়ার পরও আমি সেচ চালাতে পারি নাই।এ জুলুমের ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারের নিকট জোর দাবী করছি।
অভিযুক্তর ভাই সাজেদুল জানান আমার ভাই পূর্বে আওয়ামী করত, বর্মতানে সে মদন উপজেলা একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। দলীয় প্রভাবে সেচ স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিভিন্ন কৌশলে সাজেদুল এড়িয়ে যান।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান কৃষকের প্রতি কেউ যদি অন্যায় অজুম করে তাকে আমরা উপজেলা প্রশাসন তার পক্ষে তাকবো।
Leave a Reply