1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসী স্বপন গ্রুপের হাতে গরু ব্যবসায়ির টাকা ছিনতাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পাঠ করা হয়েছে

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার যের ধরে গরু ব্যাবসায়ির টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুএে যানা যায় বাদি সফিক ভূইয়া পিতা-মৃত আবদুল আলিম ভূইয়া সাং-কান্দাপাড়া, ওয়ার্ড নং-০৩ কে পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদী ১। মোঃ স্বপন (৩৫), পিতা-মোঃ আফজাল, ২। মোঃ সৌরভ (২০), পিতা-মোঃ স্বপন বহুদিন যাবৎ বিভিন্ন ক্ষয়-ক্ষতি করার উদ্দেশ্যে নানা রকম অপচেষ্টা চালাইয়া আসিতেছে।২০/০২/২০২৫ তারিখে গরু ক্রয়ের উদ্দেশ্যে নগদ ৩,২০,০০০/-টাকা নিয়া গোলাকান্দাইল গরুর হাটে রওয়ানা করা অবস্থায়, পূর্ব হইতে ওৎপাতিয়া থাকা বিবাদী স্বপন ও সৌরভ পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর জন্য অদ্য ইং-২০/০২/২০২৫ তারিখ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কান্দাপাড়া সাকিনস্থ বেড়ী বাঁধে একা পাইয়া অজ্ঞাতনামা ৫/৬ জন লোকসহ হাতে ধারালো চাপাটি, ছুরি ও লাঠি-সোটা নিয়া অর্তকিতভাবে হামলা করে, লাঠি দিয়া এলোপাথারীভাবে বাইরাইয়া বাদির শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।

বিবাদী স্বপন লুঙ্গীর কোচরে রক্ষিত নগদ ৩,২০,০০০/-টাকা কাড়িয়া নিয়া যায়। বাদি বাঁধা দিলে বিবাদী সৌরভ তাহার বুক পকেটে থাকা টাকাও নিয়া যাইবে বলিয়া পকেটে টান মারিয়া পকেটসহ জামা ছিড়িয়া পকেটে থাকা নগদ ৫,০০০/-টাকা নিয়া যায়। বাদির ডাক-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আসিতে থাকে। এমন সময় উক্ত বিষয়াদী নিয়া কোন রকম বাড়াবাড়ি করিলে বিবাদীরা পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়া হয়রানীসহ সুযোগমত পাইলে জানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করে। বিবাদীদের দ্বারা যে কোন সময় বাদি সফিক ভূইয়ার জান ও মালের আরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে বলিয়া যানা যায়। তাই বাদি সফিক ভূঁইয়া থানায় আসিয়া একটি অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকৎ আলী জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ প্রেরণ করা হয়েছে, তদন্ত শেষে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি