মনির মন্ডল,সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে।
রোববার রাত ৯টার দিকে নয়ারহাট এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তিনজন এসে স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটায়। পরে তারা দিলীপ স্বর্ণালয়ের সামনে যায়। তখন ওই দোকনের মালিক দিলীপ কর্মকার দোকান বন্ধ করছিলেন। দুর্বৃত্তরা দিলীপ কর্মকারকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত দোকানদারকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।’
Leave a Reply