স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বারমাসিয়া চা বাগানের শ্রমিক কর্মচারীর উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব বারমাসিয়া চা বাগান পূজা মন্ডপ প্রাঙ্গনে কাল ১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। মহান আশির্বাদক ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ।
অনুষ্ঠান পরিক্রমা ব্রাহ্মমুহুর্তে মঙ্গলারতি সমবেত প্রার্থনা, সমবেত গীতাপাঠ, নৃত্যানুষ্ঠান, শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস, মহানামযজ্ঞের পৌরহিত্য ও অধিবাস কীর্তন পরিবেশনায় বৈষ্ণবদাসানুদাস শ্রীপাদ গঙ্গাপদ গোস্বামী। ১৫ মার্চ ব্রাহ্মমুহুর্তে শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভারম্ব ও অহোরাত্র নামকীর্তন, কৃষ্ণলীলা ও গৌরলীলা, মহাপ্রসাদ বিতরণ, মহানাযজ্ঞের পূর্ণাহুতি।
মহানাম শুনাবেন শ্রী শ্রী পূর্ণিমা সখী সম্পদায়, মাদারীপুর, শ্রী শ্রী জয় মা তারা সম্প্রদায়, পিরোজপুর, শ্রী শ্রী দয়াল ঠাকুর সম্প্রদায়, চট্টগ্রাম, শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়, চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বারমাসিয়া চা বাগানের শ্রমিক কর্মচারী ভক্তবৃন্দ।
Leave a Reply