স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১২ মার্চ নগরীর ফিনলে সাউথ সিটি, এলিজি স্কাই পার্ক, চিটাগাং শপিং কমপ্লেক্স, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সানমার ওশান সিটি সহ বিভিন্ন পিক পয়েন্ট পরিদর্শন করেন তিনি।
পবিত্র রমজান মাস উপলক্ষে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান বিভিন্ন মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ কমিশনার কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন এবং মহানগরীর সকল থানা এলাকায় পুলিশের টহল জোরদার ও ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে স্বচেষ্ট থাকবে বলে জানিয়েছেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply