কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি
নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলা ভুরভুরিয়া গ্রামের ডোবা থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।
অদ্য ১২ মার্চ বুধবার দুপুরে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেলের স্বজন ও স্থানীয়রা জানান, সোহেল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগৎপুর গ্রামের চ্যদু মিয়ার ছেলে। পেশায় তিনি বিভারটেরকচালক (ব্যাটারিচালিত রিকশা) ছিলেন। গত ৬ মার্চ রাতে একটি বিভারটেক ভুরবুরিয়া গ্রামের কালভার্ডের পাশে পরে ছিল। এতে রিকশাটির মালিকের খোঁজ করা হয়। পরে বুধবার ওই কালভার্ডের পাশ থেকে সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ নিশ্চিত হয়
Leave a Reply