মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম
দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরার শীল পাড়া গ্রামে দোলপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী (১৩-১৪ মার্চ) এই মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপন উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, দোল পূজা, দোল পরিক্রমা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নপ্রসাদ বিতরণ ও তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
মহোৎসবের প্রথম দিনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ওমানন্দ ব্রহ্মচারী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অন্ধ কাজল।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পুতুল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল শীল, সাংগঠনিক সম্পাদক রুবেল শীল, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
মহোৎসব উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে ছিলেন লালু শীল, বিকাশ শীল, বাবুল শীল, ধনা শীল, বিজয় শীল, রনজিত শীল, শিবু শীল, রূপন শীল, অরুণ শীল, চন্দন শীল, খোকন শীল, রবি শীল, স্বপন শীল, তপন শীল, নয়ন শীল, পরিমল শীল, অমল শীল ও শ্যামল শীল।
এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উত্তম দে, বিকাশ শীল, পিন্টু শীল, জুয়েল শীল, পায়েল শীল, হৃদয় শীল, সুদীপ শীল, সুকান্ত শীল, টিটু শীল, পলাশ শীল, জিসান শীল, অভি শীল, অমিশা শীল, অন্তু শীল, প্রান্ত শীল, নিরব শীল, জিগার শীল, সবুজ শীল, তীর্থ শীলসহ আরও অনেকে।
দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারও ভক্ত নর-নারী অংশগ্রহণ করেন। মহোৎসবের আয়োজনকে কেন্দ্র করে শীল পাড়া গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply