বিএম আজাহার উদ্দিন (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা জামায়াতে ইসলামি কালকিনি পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ মার্চ) সন্ধায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে উক্ত ইাফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া।
ইফতার মাহফিলে কালকিনি পৌরসভা জামায়েতের আমির এ্যাডভোকেট রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও কালকিনি পৌরসভার নায়েবে আমির
মাওলানা এস. এম. শাহ অলেমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক আমির বাংলাদেশ জামায়তে ইসলামী কালকিনি উপজেলা শাখা,মাহদী হাসান সুমন, আমির ইসলামি আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখা, মাওলানা আঃ সালাম আকন আমির-বাংলাদেশ জামায়াতে ইসলামী-ভাসার উপজেলা, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা হাসান জামান খানসহ আরও অনেকে।
বক্তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। তারা বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজে সত্য, ন্যায় এবং শাসনের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে।