1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মানবাধিকার কমিশন মুড়াপাড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি জবর দখল করতে বেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০তম জন্মবার্ষিকী উৎযাপন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস

তিন থানা যুবদলের ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।

 

তিনি শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর চকবাজার গনি কলোনীর মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিমের সঞ্চালনায়ে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা সবসময় জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির মূল কাজ হচ্ছে জনগণের পাশে থাকা। বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন আমরা জনগণের পাশে ছিলাম, এখনো আছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা জনগণের পাশে আরো বেশি বেশি থাকবো। আমি আমার এলাকার  যারা আছে আপনাদেরকে বলতে চাই, যারা পেয়েছেন তো পেয়েছেন যারা পাননি চিন্তার কিছু নাই আপনারা ধৈর্য ধরবেন। পরবর্তীতে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই সুন্দর কার্যক্রম করার জন্য।

 

বিএনপি সবসময় জনগণের সেবা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে। ভবিষ্যতে দলটি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।

 

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, খালেদা জিয়া ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন।

 

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল না, তারা এখন আন্দোলনের সমস্ত ফসল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন সম্মুখে লড়াই ছিল, তখন তারা পিছনে সরে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার সামনে এসে আন্দোলনকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতাদের উচিত জনগণের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা।

 

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন চ্যালেঞ্জ, তবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে এবং জনগণের উন্নয়ন নিশ্চিত হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তবে দল আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে সাফল্য অর্জন সম্ভব হবে।

 

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, আমিন মাহমুদ, হাজী নবাব খান, নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আব্দুর রহিম, নূরু হোসেন নুরু, হাসান, মো. সোহেল, মহিলাদল নেত্রী রেজিয়া চৌধুরী মুন্নি, নাজমা বেগম, কানিজ ফাতেমা জান্নাত প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি