মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি ২০০১ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ২০০১ ব্যাচ এর সকল বন্ধুরা মিলে এই ইফতারের আয়োজন করা হয়।
[video width="3840" height="2160" mp4="https://dainikgonotontro.com/wp-content/uploads/2025/03/video_20250317_180152.mp4"][/video]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া মডেল পাইলট হাইস্কুলের সকল স্কুল বন্ধুরা মিলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণতন্ত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা সাংবাদিক মোঃ আবু কাওছার মিঠু , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়াউল হাসান সবুজ, অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আমজাদ হোসাইন। অনুষ্ঠানের পরিবেশনায় ছিলেন মাসুদ ও রানা।
এ সময় রূপগঞ্জ থানার সকল এসএসসি ২০০১ ব্যাচ এর বন্ধুবর্গ ও না না অতিথিরা সমবেত হন। ইফতারের আগে রূপগঞ্জ মুড়াপাড়া মডেল পাইলট হাইস্কুলের মৃত বন্ধু ফাইজু, সোহেল, অরুণ এর নামে বিশেষ দোয়া ও স্মৃতিচারণ করা হয়।
সকলের দাবি আমরা যতদিন বেঁচে আছি সকল বন্ধুদের নিয়ে আমাদের এই মিলনমেলা অব্যাহত থাকবে আমৃত্যু পর্যন্ত।