মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি: নড়াইল থেকে:
নড়াইলের কালিয়ায় সুধীজনদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, নড়াইল ক্যাম্প মেজর তানজীদ, সহকারী পুলিশ সুপার কালিয়া কিশোর রায়, অফিসার ইনচার্জ কালিয়া থানা রাশিদুল ইসলাম, অফিসার ইনচার্জ নড়াগাতী থানা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম শেখ ও সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহম্মদ , উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র প্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, উপজেলায় সদ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে ও নিহত হয়, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদকসেবন ও বেচাকেনা সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহবান ও সহযোগীতা কামনা করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন
Leave a Reply