সাদেকুল ইসলাম,
বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (শুক্রবার) বিরল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশা শ্রেণির প্রায় এক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এ কে এম আফজালুল আনাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিরল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ । আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে, শ্রমিকদের ন্যায্য অধীকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য। এজন্য আগামী বাংলাদেশের নেতৃত্ব আল্লাহভীরু মানুষের হাতে তুলে দিতে হবে,যারা শাসক নয় হবে জনগনের বন্ধু
Leave a Reply