মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ এবং সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ( ২২ মার্চ ) নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ভোজন বিলাস রেস্টুরেন্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ এবং সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেছার উদ্দিন ভূঁইয়া এর সার্বিক সহযোগিতায় সঞ্চালনা করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সাংবাদিক নূর হোসেন সুমন।
উক্ত অনুষ্ঠানে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণে উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত ) হযরত আলী মিলন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আলম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন ও সেনবাগ থানার এসআই আবদুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ সহ আমাদের সেনবাগ প্লাটফর্মের সদস্যগণ, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টু, আবদুল মান্নান বাবলু, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রবি প্রমুখ।