1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মানবাধিকার কমিশন মুড়াপাড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন সিদ্ধিরগঞ্জে জমি জবর দখল করতে বেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০তম জন্মবার্ষিকী উৎযাপন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস

তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’র তাসাওউফ অব রমাদান কোর্স: কিয়ামুল লাইল কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮ বার পাঠ করা হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ২১ মার্চ ২০২৫ আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর ও তাসাউওফ ভিত্তিক সংগঠন “তাজকিয়া” এর তাসাওউফ অব রমাদান কোর্স : কিয়ামুল লাইল কর্মশালা নগরীর আতুরার ডিপো সংলগ্ন বনানী আবাসিক গেইটস্থ কামরাবাদ মসজিদ-এ অনুষ্ঠিত হয়।

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার আইটি সম্পাদক মোঃ রুহুল্লাহ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মনিরুল ইসলাম। পরবর্তীতে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মোহাম্মদ এনায়েতুল করিম। পবিত্র কুরআনের প্রসিদ্ধ ১১টি সুরার মাখরাজসহ সহিহ শুদ্ধ তেলাওয়াত সম্পর্কে আলোচনা করেন রাঙ্গুনিয়াস্থ পশ্চিম হালিমপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি।

এছাড়া হামদ্ ও গজল পরিবেশনা করেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মোঃ জিয়াউদ্দীন। তৎ-পরবর্তীতে  মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য মোঃ আবু ইউসুফ সম্রাট। এই কর্মশালায় কিয়ামুল লাইল এর নফল নামাজও আদায়ের মাধ্যমে ইবাদত বন্দেগী সম্পন্ন হয়।

এতে নামাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল নিয়ে ফরজ-ওয়াজিবসহ বিস্তারিত আলোচনা করেন আতুরার ডিপো সৈয়্যদিয়া জামে মসজিদ এর সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়াউল কাদের সিদ্দিকী। তাছাড়া নাশিদ পরিবেশনা ও “দরুদ শরীফ ও জিকিরের ফজিলত” নিয়ে আলোচনা করেন মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী এর আরবি প্রভাষক ও তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি কোর্স সমন্বয়ক মাওলানা মুজিবুল হক।

কর্মশালার মূল আকর্ষণ ও প্রধান বক্তা সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক  ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী “দরসে ইসলাহি (আত্মশুদ্ধিমূলক আলোচনা) ও যুগ জিজ্ঞেসা” পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। যার আলোচনায় যুবকদের তাসাওউফ চর্চার ধরণ এর পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনের গুরুত্বপূর্ণ বিষয়াবলি ফুটে ওঠে। উপস্থিত প্রশিক্ষণপ্রাপ্তিরা প্রশ্ন-উত্তর পর্বে প্রধান বক্তার কাছে প্রশ্নের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়াবলি সম্পর্কে জ্ঞানার্জন করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম মহানগর) সাদ ইবনে আলম, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) ফয়েজুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম, আইটি সম্পাদক মোঃ মাইনুদ্দীন হাসান, তাজকিয়ার বিভিন্ন শাখার সদস্যগণ, মসজিদের মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটিসহ এলাকার মুরব্বিগণ ও ছোট্ট কোমলমতি শিশুরা। এই কর্মশালায় সর্বমোট ৮০জন অংশগ্রহণকারী উপস্থিত থেকে উক্ত আয়োজনকে সৌন্দর্যমণ্ডিত করেছে।

পরিশেষে মিলাদ-কিয়াম আদায় পরবর্তী আখেরী মুনাজাত সম্পন্ন করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি