স্টাফ রিপোর্টার
ঈশ্বরদী উপজেলা চাউল কল সমিতি এর সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা হাবিবুর রহমান মহালদার এর চেষ্টায় প্রায় ৩২০টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ ২৪ শে মার্চ (সোমবার) সকাল ১০টার সময় মানিকনগর সলিমপুর কলেজ এর সামনে মরহুম হাফিজুর রহমান মহলদারের ধানের চাতালে এলাকার দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে নগদ অর্থ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহবায়ক জনাব হাবিবুর রহমান হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার,সলিমপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি আহবায়ক ও বিএনপি নেতা পলান ফকির। শাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, সলিম্পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস সহ আরো অনেকেই।