বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শহীদদের স্বরনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭ টা ১ মিনিটে কালকিনি- ভূরঘাটা সড়কের লাল (পোল) ব্রীজে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে এক মিনিট নিরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ সাংবাদিক বৃন্দ।