সাদেকুল ইসলাম,
বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
বিরল উপজেলায় বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে উপজেলা ও পুলিশ প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক- সামাজিক সংগঠন, পৌরসভা, প্রেসক্লাব পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে।
স্মৃতি সৌধে পুষ্পম্ভবক অর্পন শেষে বুধবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরল মুক্তিযোদ্ধা সংসদের সহ সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মকসেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের ওলামা ও তালীমুল বিভাগের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালু আনাম, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এর মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম, বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর, বিরল উপজেলা জামাতে আমির আব্দুর রশিদ, প্রমূখ। বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। সাথে চব্বিশের গণ-অভ্যুত্থানের সকল শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৃদ্ধাশ্রাম ও এতিমখানায় উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন। মহান বীর শহিদের পবিত্র আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা। গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারিভবন/স্থাপনাসমূহ আলোক সজ্জিতকরণ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান
Leave a Reply