স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবি চাঁদা আদায় করতে না পারায় বাড়ি ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর।
শনিবার (৫ইএপ্রিল) উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা গ্ৰামের মুদি দোকানি মোঃ জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এই হামলা চালায়।
জানা যায়, বেশ কয়েকদিন আগে ২নং ওয়ার্ডের সুলতান মোল্লার ছেলে কথিত যুবদল নেতা সজীব মোল্লা কাহেনা গ্ৰামের মুদি দোকানি জাহাঙ্গীর মিয়ার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।
মুদি দোকানি জাহাঙ্গীর মিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে ৫ই এপ্রিল সন্ধারাতে জাহাঙ্গীর এর বাড়িতে কথিত যুবদল নেতা সজীব মোল্লা সহ সন্ত্রাসী সোয়েব ভূঁইয়া, সজীব এর ছোট ভাই মাদক ব্যবসায়ী সাজ্জাদ মোল্লা, হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী শাওন মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল বাড়িতে হামলা চালায় এবং অধিকার চর্চায় ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ও নগদ অর্থ লুট করে।
যাবার সময় বলে যায়, বেশি বাড়াবাড়ি করিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী প্রাণনাশের ভয়ে আইনগত ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, এই বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাই নি।অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply